
|
বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায়
প্রকাশ:
২১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৩ রাত
নিউজ ডেস্ক |
একদিনে ১৫৯টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৬ হাজার ৮১৫ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে জরিমানাসহ মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৫৫ টাকা ভাড়া আদায় করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পৃথক তথ্যে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৮৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৪ হাজার ৬০ জন। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৫১৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৬৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা। ওইদিন মোট ১ হাজার ২৭৮টি টিকিট যাচাই করা হয়। এদিকে, একই দিন (২০ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০২ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৬টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৭৫৫ জনকে। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৯৩ হাজার ৭৯৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৬ লাখ ৩৬ হাজার ৬৭৫ টাকা। ওইদিন মোট ২ হাজার ৭৩৯টি টিকিট যাচাই করা হয়। আরএইচ/ |