ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম
প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৭ বিকাল
নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগীর ভারতে পালানোর খবর তাদের মূল অবস্থান গোপনের একটি কৌশল হতে পারে বলে ধারণা করছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম।

আজ রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ‘পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ সংবাদ সম্মেলনে’ এ কথা বলেন তিনি।

মূল অভিযুক্তদের অবস্থান নিয়ে রফিকুল ইসলাম বলেন, তারা বর্ডার পার হয়ে চলে গেছে কি-না, এ ব্যাপারে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। একটা হতে পারে, অপরাধীরা নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থান গোপন করার প্রচেষ্টা করতে পারে। দেশের ভেতরে কোথাও আছে কি-না, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। থাকলে গ্রেপ্তারের চেষ্টাও চলমান আছে। 

এদিকে, ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ঘটনার দিন রাত ৯টায় আসামির বিষয়ে নিশ্চিত হওয়া যায়। এরপরই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ডিবিপ্রধান।

আরএইচ/