বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলের হাদির কবর জিয়ারত
প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৮ বিকাল
নিউজ ডেস্ক

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লবী সংগ্রামের প্রতীক শহীদ ওসমান হাদি রহ.-এর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি দল।

রোববার (২১ ডিসেম্বর) দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা এনামুল হক মুসা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লা আমিনী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা।

এর আগে সকালে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক আলাদাভাবে শহীদ ওসমান হাদি (রহ.)-এর কবর জিয়ারত করেন।

কবর জিয়ারতকালে নেতৃবৃন্দ শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং দোয়া করেন।

আরএইচ/