হাদির কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছে জনতা
প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০১:২৩ দুপুর
নিউজ ডেস্ক

জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখযোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবরে দলে দলে আসছেন সাধারণ মানুষ। তারা এই বিপ্লবীর জন্য দোয়া করছেন।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে এমন দৃশ্য দেখা গেছে।

সকাল থেকে ছাত্র-জনতা দেখতে আসছেন বিপ্লবী হাদির কবর। কেউ কেউ তার সমাধির বাউন্ডারি থেকে দূর থেকে ঘুরে ঘুরে, কেউ কেউ কবর দেখছেন, কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে দোয়া করছেন। আবার কেউ পরিবার নিয়ে এসেছেন হাদির কবর দেখতে। সবার চোখে মুখেই রয়েছে শোক আর ক্ষোভের ছায়া।

সকাল ১১টার দিকে মিরপুর থেকে পরিবার নিয়ে হাদির কবর দেখতে এসেছেন বেসরকারি চাকরিজীবী আব্দুল আহাদ। এসময় কবরের পাশে দাঁড়িয়ে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

আব্দুল আহাদ বলেন, ‘স্বাধীন দেশে ভারত হস্তক্ষেপ করতে পারে না। কীভাবে খুনি ভারতে পালিয়ে যায়? খুনিদেরকে ভারত কেন আশ্রয় দেবে। ভারতের উচিত খুনিদের ফেরত দেওয়া এবং গুপ্তহত্যাকারীদের কোনো ধরনের সহায়তা না করা।’

তিনি আরও বলেন, ‘ভারত আর আওয়ামী লীগ একসূত্রে গাঁথা। তাদেরকে বাংলাদেশের মাটিতে আর জায়গা দেওয়া যাবে না। শহীদের রক্তে কেনা বাংলাদেশ। এই দেশে আধিপত্যবাদী শক্তির জায়গা দেওয়া যাবে না।’

এনএইচ/