চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ 
প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ১১:৩০ দুপুর
নিউজ ডেস্ক

নিরাপত্তা শঙ্কায় এবার চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার ভারতীয় ভিসা কেন্দ্রের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, চট্টগ্রামে সাম্প্রতিক নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বার্তায় আরও বলা হয়, পরিস্থিতি পর্যালোচনা করে ভিসা কেন্দ্র পুনরায় চালু করার ঘোষণা দেওয়া হবে।

সম্প্রতি ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছিল দেশটির হাইকমিশন। তখন বার্তায় বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্বাভাবিক কার্যক্রম ফের শুরু করে ঢাকাস্থ ভারতীয় ভিসা সেন্টার।

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে কদিন ধরে যে টানাপোড়েন চলছে, তা নিয়ে বার্তা এসেছে দু পক্ষেই। দুই দিনের ব্যবধানে দুই দেশের হাইকমিশনারকে তলবের ঘটনাও ঘটেছে। 

এনএইচ/