
|
যেসব কারণে হঠাৎ ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হতে পারে
প্রকাশ:
২১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫১ সকাল
নিউজ ডেস্ক |
নির্দিষ্ট কিছু কারণে ফেসবুকের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া অনেকের জন্য চরম আতঙ্কের সৃষ্টি করতে পারে। অনেক সময় কোনো পূর্বসূচনা বা নোটিশ ছাড়াই এই ধরনের ঘটনা ঘটে যায়। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, তাহলে এর কারণ জানার জন্য আপনি অনেক প্রশ্নের সম্মুখীন হতে পারেন, যেমন: "আমি কি কিছু ভুল করেছি?", "অথবা সম্ভবত অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা?" কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুকের অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ বিদ্যমান। আসুন, একবার দেখে নেই কেন ফেসবুক আপনার অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে এবং এ থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন। ১. অন্যের পরিচয়ে অ্যাকাউন্ট খোলা যদি আপনি অন্য কেউ এর নাম কিংবা ছবি ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে এটি ফেসবুকের গোপনীয়তা নীতির লঙ্ঘন ঘটে। যদি সেলিব্রিটি বা অন্য পরিচিত ব্যক্তির নাম ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে থাকেন, সেক্ষেত্রে অভিযোগ আসার সাথে সাথে ফেসবুক অতি দ্রুত সেই অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারে। ২. ভুয়া বা বিভ্রান্তিকর নাম ব্যবহার ৩. ফেসবুকের নীতিমালা ভঙ্গ ৪. আপত্তিকর বা আক্রমণাত্মক মন্তব্য ৫. বয়স ১৩ বছরের কম হওয়া ৬. অ্যাকাউন্ট হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হওয়া থেকে রক্ষা পাওয়ার উপায়: - আসল নাম ও তথ্য ব্যবহার করুন- নিয়মিত Community Standards অনুসরণ করুন - সন্দেহজনক লিংক এড়িয়ে চলুন - টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন - আপত্তিকর পোস্ট কিংবা মন্তব্য থেকে বিরত থাকুনফেসবুক শুধুমাত্র একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, এটি আমাদের স্মৃতি, যোগাযোগ ও পরিচয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ। |