‘ইনসাফপূর্ণ সমাজ গঠনে হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার অপরিহার্য’
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৯ রাত
নিউজ ডেস্ক

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী শাখার উদ্যোগে দুই দিনব্যাপী নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে কর্মশালা ১৮ ও ১৯ (বৃহস্পতিবার ও শুক্রবার) ডিসেম্বর সিলেট নগরীর হাওয়াপাড়াস্থ খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি মুহিবুর রহমান রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন— শহীদ শরীফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ড আমাদের সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। সত্য, ন্যায় এবং ইনসাফের পক্ষে লড়াকু একজন মানুষের এভাবে প্রাণ হারানো শুধু একটি পরিবারের জন্য নয়, বরং পুরো সমাজের জন্যই এক গভীর বেদনা ও উদ্বেগের বিষয়। এ ধরনের ঘটনা আমাদের সমাজ, রাষ্ট্র ও রাজনীতির নৈতিক অবক্ষয় এবং আইনের শাসনের দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

তিনি বলেন, আমরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এর সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন শহীদ ওসমান হাদীকে ক্ষমা করে শাহাদাতের মর্যাদা দান করেন।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড যেন আরেকটি সংখ্যা হয়ে না থাকে। এটি থেকে শিক্ষা নিয়ে সমাজে ন্যায়বিচার, নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

উক্ত প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন- সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল মাও. জয়নুল ইসলাম, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট শিশু চিকিৎসক ডা. আখলাক আহমদ, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল মাও. মনজুরে মাওলা, কে এম আবদুল্লাহ আল মামুন,খেলাফত মজলিস সিলেট জেলা সহ- সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি জাবেদুল ইসলাম চৌধুরী,লিটন আহমদ জুম্মান,এশ একাডেমির পরিচালক তাহসীন রহমান।

সমাপনী অধিবেশনে শাখা সেক্রেটারি সাজিদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সেক্রেটারি জেনারেল হাফিজ মাওলানা খালেদ আহমদ, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি ও সিলেট ১ আসন এর সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাও. তাজুল ইসলাম হাসান, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হোসাইন কামিল, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য  ও সিলেট  মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল, সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, ইসলামী যুব মজলিস সিলেট জেলা শাখা সেক্রেটারি  হাফিজ মাওলানা সাদিকুর রহমান , সেক্রেটারি এবাদুর রহমান, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি  মাও. খায়রুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগর বায়তুলমাল সম্পাদক খালেদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, অফিস ও প্রচার সম্পাদক জুয়েল আহমদ, ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক আব্দুল বাসিত, পাঠাগার সম্পাদক মিসবাহ আহমদ জয়, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক জিয়াউর রহমান আল মুমিন, সিলেট সরকারি কলেজ সভাপতি মাহমুদ সিদ্দিকী, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, বিমানবন্দর থানা সভাপতি নাঈম বিন নিজাম,  সিলেট সরকারি আলিয়া মাদরাসার সভাপতি রাকিব হোসাইন , কোতোয়ালী পশ্চিম থানা সভাপতি কামরান হোসাইন কামরুল প্রমুখ।

আরএইচ/