রাজবাড়ীতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৭ দুপুর
নিউজ ডেস্ক

আজ শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে সদর উপজেলা মডেল মসজিদে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ সভায় দারসুল কোরআন প্রদান করেন জেলা সহ-সভাপতি মুফতি আবুল হাসান। বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভুঁইয়া ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।

সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস মোল্লা।

এ সময় জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, রাজবাড়ী–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কুতুবউদ্দিনসহ জেলা ও উপজেলা শাখার অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সংগঠনের দাওয়াত, প্রশিক্ষণ কার্যক্রম ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরএইচ/