
|
সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল সিরিয়া
প্রকাশ:
২০ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ দুপুর
নিউজ ডেস্ক |
সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ার ওপর জারি করা সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন পার্লামেন্ট কংগ্রেস। গৃহযুদ্ধ ও জাতিগত দ্বন্দ্বে বিধ্বস্ত সিরিয়ায় দেশি-বিদেশি বিনিয়োগে পথকে সুগম করতেই এ পদক্ষেপ নিয়েছে মার্কিন আইনসভা। সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল-শারা শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে এই পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিনিয়োগ ফিরিয়ে আনার পথ প্রশস্ত করেছে।
এরপর আপনাদের ধন্যবাদ জানাই ১৪ বছর ধরে প্রচেষ্টা এবং ধৈর্যের জন্য।’ কিন্তু আল-শারা চেয়েছিল নিষেধাজ্ঞা পুরোপুরি উঠে যাক। তার আশঙ্কা ছিল, নিষেধাজ্ঞা কাগজে থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি ঝুঁকির ভয়ে অনেক ব্যবসা বিনিয়োগ করতে চাইবে না। শুক্রবার সকালে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। তারা বলেছে, এতে করে দেশটি এখন পুনর্গঠন ও উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করছে। বিবৃতিতে দেশ-বিদেশে থাকা সব সিরিয়ানকে দেশের পুনরুদ্ধারে অবদান রাখার আহ্বান জানানো হয়েছে। এনএইচ/ |