পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু
প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৯ বিকাল
নিউজ ডেস্ক

পাবনার ঈশ্বরদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ একজন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী–বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে ঈশ্বরদী শহরের স্কুলপাড়া চারা বটতলা ইয়াছিল হাজির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের চাঁনমারী সাঁড়া ঝাউদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও ঈশ্বরদী শহরের পিয়ারপুর এলাকার রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা (৪৫)। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।

পুলিশ ও নিহতদের স্বজনদের সূত্রে জানা যায়, পারিবারিক কাজ শেষে মোটরসাইকেলে চড়ে নাটোরের লালপুর থেকে ঈশ্বরদী শহরের নিজ বাড়িতে ফিরছিলেন গৃহবধূ শিরিনা বেগম। বেপরোয়া গতির মোটরসাইকেলটি ঈশ্বরদী–বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের স্কুলপাড়া চারা বটতলা ইয়াছিল হাজির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি রাস্তায় ছিটকে পড়ে এবং আরোহীরা অতিরিক্ত রক্তক্ষরণে মারাত্মক আহত হন।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বাংলানিউজকে জানান, সিগন্যাল না মেনে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সুরতহাল শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা নথিভুক্ত হয়েছে।

ই.ও./