
|
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ছাত্র জমিয়তের বিক্ষোভ
প্রকাশ:
১৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫০ বিকাল
নিউজ ডেস্ক |
আধিপত্যবাদী অপশক্তির কিলিং মিশন এবং জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ, ঢাকা মহানগর পূর্ব। মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্র ও আধিপত্যবাদী অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হন। এ সময় নেতারা বলেন, শহীদ ওসমান হাদির রক্তের ঋণ জাতিকে শোধ করতেই হবে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জেএম/ |