
|
মাদানীনগর মাদ্রাসায় দুই দিনব্যাপী বার্ষিক ইসলাহী জোড় শুরু
প্রকাশ:
১৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৫১ দুপুর
নিউজ ডেস্ক |
||মাওলানা ওমর ফারুক|| নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম মাদানীনগর মাদ্রাসায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ইসলাহী জোড়। প্রতি বছরের ন্যায় এবারও আত্মশুদ্ধি, দাওয়াত ও তালীমের উদ্দেশ্যে ১৯ ও ২০ ডিসেম্বর এ জোড় অনুষ্ঠিত হচ্ছে। মুসলিহে উম্মাহ শায়খ ইদ্রিস সন্দ্বীপী (রহ.) প্রতিষ্ঠিত এই ইসলাহী জোড়ে দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করছেন। জোড় উপলক্ষে মাদ্রাসা ক্যাম্পাস ও মেহমানখানাসহ বিভিন্ন ভবন বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। আগত মুসল্লিদের থাকা–খাওয়া ও অন্যান্য সুবিধার সার্বিক ব্যবস্থা মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়েছে। ২০০২ সালে শায়খ ইদ্রিস সন্দ্বীপী (রহ.)-এর ইন্তেকালের পর তাঁর সুযোগ্য সন্তান হা. মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বীপী জোড়ের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি মাদানীনগর মাদ্রাসার মহাপরিচালক। বৃহস্পতিবার বাদ আসর আম বয়ানের মাধ্যমে জোড়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে বয়ান করেন জামিআর সিনিয়র উস্তাদ মুফতি গিয়াস উদ্দিন। বাদ মাগরিব বয়ান পেশ করেন মুফতি বশিরুল্লাহসহ অন্যান্য আলেমে কেরাম। পরবর্তী দুই দিন ইসলাহী নসীহত, তালীম, যিকির–আযকার ও নামাজের প্রশিক্ষণ কার্যক্রম চলবে। এবারের জোড়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের মাওলানা সাইয়্যেদ আশহাদ রশিদি এবং পাকিস্তানের মাওলানা ফয়সাল নাদিম। এছাড়া দেশবরেণ্য আলেমে কেরাম ও পীর-মাশায়েখগণ ইসলাহী বয়ান পেশ করবেন। শনিবার রাত সাড়ে ৯টায় আখেরি মুনাজাতের মাধ্যমে এবারের ইসলাহী জোড় সমাপ্ত হবে ইনশাআল্লাহ। এনএইচ/ |