
|
শহীদ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছাবে, সব প্রস্তুতি সম্পন্ন
প্রকাশ:
১৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৪ সকাল
নিউজ ডেস্ক |
শহীদ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশে আনার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে যাত্রা শুরু করবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সম্ভাবনা রয়েছে। অবতরণের পর ইমিগ্রেশন ও কাস্টমসসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। |