কেমন হতে পারে ৮ দলের আসন সমঝোতা?
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৬ দুপুর
নিউজ ডেস্ক

মুফতি সালাহুদ্দিন মাসউদ

অনেকেই আসন সমঝোতা আর জোটের পার্থক্য বোঝে না বলেই নানামুখী বিভ্রান্তি ছড়াচ্ছে।

সমঝোতার মাধ্যমে উচ্চকক্ষে আট দলের বড় দলগুলো ভোট সংখ্যার বিবেচনায় ক্ষতিগ্রস্ত হবে বলে ছড়ানো হচ্ছে।‌ অথচ সমঝোতা তো এমনও হতে পারে যে, যার যেখানে ভালো ফলাফল করার সম্ভাবনা, আট দল থেকে তাকে সেখানে একক প্রার্থী দেয়া হবে। আর এটা যে তিনশো আসনেই হবে, এমনটাই নাও হতে পারে।

আমার একটি ধারণা, কিছু কমবেশি আড়াইশো আসনের মধ্যে আট দলের একক প্রার্থীর সমঝোতা হতে পারে এবং বাকি যে সকল আসন বিএনপি অধ্যুষিত, আট দলের পক্ষে সিট বের করে নিয়ে আসার সম্ভাবনা কম, সেগুলোতে আট দলের সবাই নির্বাচন করে যার যার দলের পক্ষে যতদূর সম্ভব ভোট বের করে নিয়ে আসবে।

যেহেতু উচ্চকক্ষে ভোটের সংখ্যা হারে আসন বন্টন হবে, এই পদ্ধতিতে আট দলের সবাই উপকৃত হবে।

এটা আমার ধারণা বাট দুই দিনের মধ্যেই বিস্তারিত জানা যাবে বলে আশা করি।

তিনশো আসনের মধ্যেই একক প্রার্থী দেয়ার তুলনায় এভাবে দিলে উচ্চকক্ষের জন্য ভালো হবে বলে আমার কাছে মনে হচ্ছে।

নিম্নকক্ষে ভালো অবস্থান তৈরির জন্য কমবেশি আড়াইশো আসনে ৮ দলের একক প্রার্থী এবং উচ্চকক্ষে ভালো অবস্থান সৃষ্টির লক্ষ্যে বাকি আসনে ৮ দল যার যার মার্কায় ভোট করতে পারে।

আরএইচ/