খুলনা-৩ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন মাওলানা আব্দুল আউয়াল
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৮ দুপুর
নিউজ ডেস্ক

এম শাহরিয়ার তাজ, খুলনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল–এর পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, বেলা ১২টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের–এর থেকে হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।

হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ হাসান ওবায়দুল করীম।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এস এম আবু গালিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, হাফেজ আব্দুল লতিফ, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক বন্দ মোঃ সরোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা সহ-সভাপতি আমজাদ হোসেন বন্দ, নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়কারী মুহাম্মাদ শাহরিয়ার তাজ, সদস্য আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরএইচ/