ঢাকায় ‘নারীদের রাজনীতিতে অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালায় ইসলামী আন্দোলনের মহিলা ইউনিট
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৩ দুপুর
নিউজ ডেস্ক

রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত হোটেল বেঙ্গল ব্লুবেরিতে ১৭ ডিসেম্বর (বুধবার) ‘নারীদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহিলা ইউনিটের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটের সভানেত্রী মিসেস নুরুস সাবিহা, সমন্বয়কারী হাফেজা বুশরা, অর্থ সম্পাদিকা সাদিয়া রুবা।

কর্মশালায় বর্তমান প্রেক্ষাপটে নারীদের রাজনীতিতে অংশগ্রহণের প্রতিবন্ধকতা এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা তাদের বক্তব্যে দলের মহিলা ইউনিটের বর্তমান কার্যক্রমের একটি সফল চিত্র তুলে ধরেন। তারা উল্লেখ করেন যে, সুস্থ ও আদর্শিক রাজনৈতিক ধারায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের সংগঠন দেশব্যাপী কাজ করে যাচ্ছে।

নেতৃবৃন্দ আরও জানান, নৈতিকতা ও মূল্যবোধ বজায় রেখে নারীরা কীভাবে দেশের উন্নয়ন ও নীতি-নির্ধারণী পর্যায়ে গঠনমূলক ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে তারা বদ্ধপরিকর।

এনএইচ/