মনোনয়ন ফরম বিতরণ শুরু করছে লেবার পার্টি
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৮ দুপুর
নিউজ ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ ও সাক্ষাৎকার গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

পার্টির দফতর সম্পাদক মো. মিরাজ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে দলটির মনোনয়ন প্রত্যাশীদের মাঝে এই ফরম বিতরণ শুরু হচ্ছে।

বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ ও সাক্ষাৎকার গ্রহণ করবেন। এবারের নির্বাচনে দলটি ‘আনারস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এনএইচ/