
|
‘হাদি তুই ফিরে আয়’ গানের আয় হাদির পরিবারকে দেবেন শিল্পী আবু উবায়দা
প্রকাশ:
১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫ দুপুর
নিউজ ডেস্ক |
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সুরকার আবু উবায়দা তাঁর সদ্য প্রকাশিত জাগরণী গান ‘হাদি তুই ফিরে আয়’ থেকে অর্জিত ইউটিউব আয়ের পুরো অর্থ মানবিক কাজে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী এক মাসে গানটি থেকে ইউটিউবে যত টাকা ইনকাম হবে, তার সম্পূর্ণটাই তিনি হাদি ভাইয়ের পরিবারকে গিফট হিসেবে প্রদান করবেন—ইনশাআল্লাহ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আবু উবায়দা বলেন, “এই গান থেকে আমার আগামী এক মাসে ইউটিউবে যত টাকা ইনকাম হবে, পুরোটা আমি হাদি ভাইয়ের পরিবারকে গিফট হিসেবে দিয়ে দেব, ইনশাআল্লাহ। দয়া করে কেউ ফেইসবুকে সম্পূর্ণ গান আপলোড দিয়েন না।” তিনি আরও অনুরোধ জানান, ফেসবুকে সম্পূর্ণ গান আপলোড না করতে, যাতে ইউটিউব ভিউ ও আয় ব্যাহত না হয় এবং ঘোষিত মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করা যায়। উল্লেখ্য, জিয়া হকের লেখা ‘হাদি তুই ফিরে আয়’ গানটি একটি আবেগী ও জাগরণী সঙ্গীত, যেখানে শহীদের আত্মত্যাগ, ইনসাফ বা ন্যায়বিচার এবং ফ্যাসিবাদের পতনের শক্ত বার্তা উঠে এসেছে। গানে বাংলাদেশকে ‘শহীদের জমিন’ ও ‘শহীদের মঞ্জিল’ হিসেবে অভিহিত করে আজানের সুরে নতুন দিনের ডাক দেওয়া হয়েছে। গানে বিশেষভাবে ‘হাদি উসমান’-এর নাম উল্লেখ করে তাকে অন্ধকার সময়ের আলোকবর্তিকা হিসেবে চিত্রিত করা হয়েছে এবং তার ফিরে আসার জন্য ব্যাকুল আকুতি প্রকাশ করা হয়েছে। ভিডিওটির নির্দেশনায় ছিলেন মাসবির রহমান, আর সাউন্ড ডিজাইন ও মিক্স-মাস্টারিং করেছেন শরীফ মাহমুদ। ‘হাদি তুই ফিরে আয়’ শুধু একটি গান নয়; বরং এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, শহীদদের স্মরণ এবং মানবিক দায়বদ্ধতার এক শক্তিশালী সাংস্কৃতিক দলিল। আবু উবায়দার এই উদ্যোগ ইতোমধ্যে শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এনএইচ/ |