ক্ষমতা ধরে রাখার মানসিকতাই এ দেশকে পিছিয়ে নিয়ে গেছে: ধর্ম উপদেষ্টা
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৪০ দুপুর
নিউজ ডেস্ক

ক্ষমতা ধরে রাখার মানসিকতাই এ দেশকে পিছিয়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে আরবি বিভাগের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কয়েক দিন পর আমরা বিদায় হয়ে যাব। এ দেশে একবার চেয়ারে বসতে পারলে চেয়ার ছাড়তে চায় না। আমরা চলে যাওয়ার জন্য তৈরি হয়ে আছি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আমার জিনিসপত্র চট্টগ্রামে পাঠিয়ে দিচ্ছি। যেহেতু ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে, এর আগে সব জিনিস পাঠিয়ে দেব। নতুন সরকার শপথ নিলে আমরা বিদায় হয়ে যাব। আমাদের মধ্যে কোনো দুঃখবোধ নেই। যতদিন আল্লাহতায়ালা সুযোগ দিয়েছেন কাজ করেছি। এখনো কাজ করে যাচ্ছি।

আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি দিয়েছে চবির আরবি বিভাগ। (১৭ ডিসেম্বর) প্রথম দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সামনে থেকে বিভাগটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

এনএইচ/