মাওলানা মাহবুবুল হক কাসেমীর ইন্তেকালে খেলাফত মজলিসের শোক
প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৪ বিকাল
নিউজ ডেস্ক

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও জামেয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মাহবুবুল হক কাসেমী সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে যান।

আজ বাদ জোহর লালমাটিয়া মাদরাসা ময়দানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পিরোজপুর গ্রামের বাড়িতে দাফনের উদ্দেশ্যে রওয়ানা করা হয়। মরহুমের জানাজায় শরিক ছিলেন খেলাফত মজলিস নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব অধ্যাপক আবদুল জলিল সহ অসংখ্য মুসল্লী।

শায়খুল হাদিস মাওলানা মাহবুবুল হক কাসেমীর ইন্তেকালে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের গভীর শোক প্রকাশ করে মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফিরাত ও জান্নাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর সকল নেক আমল যেন মহান আল্লাহ কবুল করেন এই কামনা করেন।

আরএইচ/