সীমান্ত দিয়ে অস্ত্র-গোলাবারুদ আনার চেষ্টা চলছে : বিজিবি
প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৪ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। সোমবার দুপুরে এক প্রেস কনফারেন্সে তিনি এ কথা জানান।

এর আগে, সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে ৪টি বিদেশি পিস্তল, ২৪ রাউন্ড গুলি ও ৬টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পরে সংবাদ সম্মেলনে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন,  ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার দূরে গোপালপুর এলাকায় একটি মোটরসাইকেলকে গতিরোধের সংকেত দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে আমেরিকার তৈরি চারটি পিস্তল, ২৪ রাউন্ড গুলি ও ৬টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।’

বিজিবি অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান আরও বলেন, ‘দুষ্কৃতকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ আনার চেষ্টা চালাচ্ছে। তবে সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার পর ৫৩ বিজিবির আওতাধীন প্রায় ৫০ কিলোমিটার সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছে। বিশেষ টহলের অংশ হিসেবেই এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আরএইচ/