
|
‘আধ্যাত্মিকতা ও তাসাউফ চর্চায় তিনি ছিলেন আলোকবর্তিকা’
প্রকাশ:
১৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৫ রাত
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও বাংলাদেশে প্রাতিষ্ঠানিক তাসাউফ চর্চার কার্যক্রম বাংলাদেশ মুজাহিদ কমিটির আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই পাকিস্তানের বিখ্যাত আধ্যাত্মিক শায়খ ও বুজুর্গ আল্লাহ জুলফিকার আহমদ নকশবন্দির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তার রুহের মাগফেরাত কামনা করেছেন এবং জান্নাতে তাঁর উঁচু মাকাম কামনা করেছেন। রোববার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, বস্তুবাদ ও আত্মবাদের এই কালে আধ্যাত্মিকতা ও তাসাউফ চর্চায় তিনি আলোকবর্তিকা ছিলেন। জাগতিক ও দ্বীনি শিক্ষার সমন্বয় তাকে করেছিল সমকালীন দুনিয়ার অন্যতম প্রভাবশালী আধ্যাত্মিক রাহবারে। তার আত্মিক বন্ধনের সিলসিলা বাংলাদেশেও বহু মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে। তার ইন্তেকালে মুসলিম দুনিয়া আরেকজন দরদি অভিভাবক হারালো। পীর সাহেব চরমোনাই তার শোকহত পরিবার ও ভক্তবৃন্দের প্রতি সমবেদনা জানান। আরএইচ/ |