‘প্রশিক্ষিত শুটারের মোকাবিলায় সরকার কী করছে তা জাতি জানতে চায়’
প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫১ বিকাল
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলে মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান রোববার (১৪ ডিসেম্বর এক বিবৃতিতে বলেছেন, ইনকেলাব মঞ্চের ওসমান হাদির ওপরে হামলা আগামী নির্বাচন নিয়ে একধরণের শংকা তৈরি করেছে। কারণ নির্বাচনের সময় রাজনৈতিক নেতৃবৃন্দ দেশের অলিতে-গলিতে যাবেন, সাধারণ মানুষের মধ্যে গণসংযোগ করবেন। তখন তাদের নিরাপত্তা কিভাবে রক্ষিত হবে সেই প্রশ্ন জোড়ালোভাবে দেখা দিয়েছে। রাষ্ট্র ও নির্বাচন কমিশন এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে তা জাতি জানতে চায়।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টা ঘটনার পরের দিন তিন দলের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেছেন যে, প্রশিক্ষিত শুটার নিয়ে ষড়যন্ত্রকারীরা মাঠে নেমেছে। প্রশিক্ষিত শুটার নিয়ে যে মাঠে নেমেছে তা জনসাধারণ বুঝতে পারছে। প্রশ্ন হলো, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনী ও ম্যাজিট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে মোতায়েন থাকা সত্বেও ষড়যন্ত্রকারীরা কিভাবে প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নামতে পারে, কিভাবে ষড়যন্তের জাল বিস্তার করতে পারে, আইন-শৃঙ্খলা বাহিনী এই ষড়যন্ত্রের বিষয়ে আগেই জানতে পারলো না কেন? এবং এখন জানার পরে কি কি ব্যবস্থা নিয়েছে তা জাতি জানতে চায়। প্রধান উপদেষ্টার মুখে আমরা প্রশিক্ষিত শুটার মাঠে নেমেছে সেই সংবাদ শুনতে চাই না বরং তাদের মোকাবিলায় কি কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, সর্বদলীয় প্রতিবার সভার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এই ধরণের পরিস্থিতিতে এরচেয়েও জরুরী হলো, আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক অভিযান। অপরাধীচক্রকে ধরতে সর্বোচ্চ শক্তি নিয়োগ করা। আমরা সেটাই আশা করি।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা আশা করবো, সরকারের সকল বাহিনী এই ষড়যন্ত্রকারীদের সমূলে উৎখাত করতে সর্বশক্তি নিয়োগ করবে। অপরাধীদের পাকড়াও করা হবে যাতে করে মানুষের মধ্যে আস্থা ফিরে আসে।

আরএইচ/