
|
দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু ২৭ জানুয়ারি
প্রকাশ:
১৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৫ দুপুর
নিউজ ডেস্ক |
১৪৪৭ হিজরি/২০২৬ সনের দাওরায়ে হাদিস (তাকমীল)পরীক্ষা শুরু হবে ৭/৮ শাবান ১৪৪৭ হিজরি মোতাবিক ২৭ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ, মঙ্গলবার। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যানের নির্দেশক্রমে অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, লাগাতার ১০ দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬/১৭ শাবান ১৪৪৭ হিজরি মোতাবিক ৫ ফেব্রুয়ারি ২০২৬ ঈসাব্দ, বৃহস্পতিবার পরীক্ষা শেষ হবে। ইংরেজি তারিখ চূড়ান্ত বলে বিবেচিত হবে। শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৮টায়, শেষ হবে ১১:৩০ মিনিটে। অবশিষ্ট ৯ দিন পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়, শেষ হবে ১২:৩০ মিনিটে। প্রথম দিন তিরমিযী শরীফ আউওয়ালের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ দিন পরীক্ষা হবে মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মদ (র.)। বিস্তারিত রুটিনে উল্লেখ রয়েছে। প্রসঙ্গত, ২০২৬ সনের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে, ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ৬৬নং সভার সিদ্ধান্তের আলোকে এবং আজ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত মনিটরিং সেলের সভার সিদ্ধান্তক্রমে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার পূর্ব ঘোষিত তারিখ পরিবর্তন করা হয়েছে। আরএইচ/ |