
|
পীর জুলফিকার নকশবন্দীর ইন্তেকালে জমিয়তের শোক
প্রকাশ:
১৪ ডিসেম্বর, ২০২৫, ০২:৪৮ দুপুর
নিউজ ডেস্ক |
বিশ্ববিখ্যাত বুজুর্গ, ইসলামি আত্মশুদ্ধি ও তাসাউফের পথিকৃৎ, পীরে কামেল হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দী রহ.-এর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে। রোববার (১৪ ডিসেম্বর) এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান। শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, হযরত পীর জুলফিকার নকশবন্দী রহ.ছিলেন ইলম ও ইরফান, তাকওয়া ও তাযকিয়ার এক উজ্জ্বল বাতিঘর। তাঁর ইন্তেকালে পুরো উম্মত একজন বিশুদ্ধ আকীদার আধ্যাত্মিক রাহবারকে হারাল। তারা বলেন, তাঁর ইলমি, রুহানী ও আত্মশুদ্ধিমূলক কার্যক্রম বাংলাদেশসহ উপমহাদেশের লক্ষ লক্ষ মানুষের অন্তরে নব জাগরণ সৃষ্টি করেছে। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত মুরিদ, মুহিব্বীন ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচু মাকাম দান করুন। আমিন। আরএইচ/ |