আবারও জামায়াতের বিরুদ্ধে মুখ খুললেন হেফাজত আমির
প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৯ সকাল
নিউজ ডেস্ক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী সম্প্রতি বিভিন্ন সমাবেশ ও মাহফিলে জামায়াতের ইসলামীর বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন। আরেকবার তিনি দলটির বিরুদ্ধে মুখ খুললেন। বলেলেন, মদিনার ইসলামই প্রকৃত ইসলাম। মদিনার ইসলাম আর মওদুদি ইসলাম এক নয়। জামায়াতের ইসলাম ইসলামই নয়।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এম এন অ্যাকাডেমির মাঠে স্থানীয় ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত শানে রেসালাত মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন। 

আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেন, নির্বাচনে অংশ নিলেও জামায়াতে ইসলামী একটি আসনও পাবে না। জামায়াত যদি একা দাঁড়ায় সিট কেন, কচুও পাবে না।
হেফাজত আমির বলেন, মূলত এই আট দল আসন ও ভোটের স্বার্থেই জোটবদ্ধ হয়েছে।

এ সময় হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলিল আহমেদ কোরাইশী, খাবাশপুর মাদরাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, মুফতি ইসমাতউল্লাহ কাসেমী এবং পুরুরা মাদরাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএইচ/