১০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের বহুতল ভবনের আগুন
প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৮ দুপুর
নিউজ ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জের আগানগরে অবস্থিত জমেলা টাওয়ার নামের ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ ঘণ্টা পেরিয়ে গেলে ও আগুন নিয়ন্ত্রণে আসনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট। ১২ তলা ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে ফায়ার ফাইটাররা।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর আনুমানিক সকাল ৫টা ৩০ মিনিটে ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ভবনটিতে একটি জুটের গোডাউন ছিল। সেখানে দীর্ঘদিন ধরে পাটজাত পণ্য ও অন্যান্য দাহ্য সামগ্রী মজুত রাখা হতো। এসব মালামাল থাকার কারণে ভবনটির আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। গোডাউনে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় স্থানীয় বাসিন্দারা আগেও উদ্বেগ প্রকাশ করেছিলেন।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া জানান, ভোরের দিকে জামেলা টাওয়ারের নিচতলায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরএইচ/