
|
নির্বাচনী ব্যানার, ফেস্টুন নিজেই পুড়িয়েছেন এমপি প্রার্থী রায়হান জামিল
প্রকাশ:
১৩ ডিসেম্বর, ২০২৫, ০১:১৬ দুপুর
নিউজ ডেস্ক |
মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর-৪ (ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। যা সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন মহলের মধ্যেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরভদ্রাসনের গোপালপুর ঘাটে তিনি নিজের উদ্যোগে নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। নির্বাচন কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে এসব প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দিলে তার প্রতি পূর্ণ সম্মান জানিয়ে তিনি নিজ হাতেই সরিয়ে ফেলেন সব ব্যানার–ফেস্টুন। পরে সেগুলো একত্রিত করে আগুনে পুড়িয়ে পরিবেশবান্ধব উপায়ে নিঃশেষ করেন। এবিষয়ে জানতে চাইলে এসময় উপস্থিত সাংবাদিকদের রায়হান জামিল বলেন, “নির্বাচন কমিশনের প্রতি সম্মান রেখেই নির্দেশনা মানা আমার দায়িত্ব। পরিবেশ দূষণ রোধ এবং জনগণের সামনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যেই আমি নিজেই এসব সামগ্রী নিজ হাতে অপসারণ করেছি।” স্থানীয়দের মতে, নির্বাচনী প্রচারণায় শৃঙ্খলা ফিরিয়ে আনা ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অন্য প্রার্থীদের জন্যও ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা তাঁর এই পদক্ষেপকে সচেতন, দায়িত্বশীল ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে মন্তব্য করেছেন। |