ঢাকা-১৩ আসনে ভোটের প্রচার শুরু ইবনে শাইখুল হাদিসের
প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:১২ দুপুর
নিউজ ডেস্ক

এবারের নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে আট দলের হয়ে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক। ইতোমধ্যে তিনি প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে প্রচারকাজ শুরু করেছেন।

গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) ছুটির দিনে ইবনে শাইখুল হাদিস মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী এবং স্থানীয় আলেম-উলামা ছিলেন।

মাওলানা মামুনুল হক মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন কাটিয়েছেন। ফলে এখানকার স্থানীয়দের সঙ্গে তাঁর একটি সুসম্পর্ক রয়েছে। নির্বাচনে তিনি সেই সুযোগটি কাজে লাগাতে চান। এজন্য যেখানেই যাচ্ছেন তিনি সাড়া পাচ্ছেন। এবারের নির্বাচনে তাঁকে সমর্থন করার ঘোষণা দিচ্ছেন স্থানীয়রা।

সম্প্রতি মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ আসনভুক্ত এলাকার আলেম-উলামা ও ইমামদের নিয়ে বৈঠক করেন। সেখানে সবাইকে তাঁকে স্বতস্ফূর্তভাবে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এবারের নির্বাচনে বিএনপির বিপরীতে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি ও সমমনা দল ঐক্যবদ্ধ হয়েছে। দলগুলো মিলে ‘একবাক্স’ নীতি প্রয়োগ করতে চাচ্ছে। সে হিসেবে ঢাকা-১৩ আসনটি মাওলানা মামুনুল হকের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে। এই আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে সমর্থন দিয়েছে। সে হিসেবে মাওলানা মামুনুল হকের সঙ্গে ববি হাজ্জাজের মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনএইচ/