
|
হাদির ওপর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
প্রকাশ:
১২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৫ বিকাল
নিউজ ডেস্ক |
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের ওসমান হাদির ওপরে হামলার প্রতিবাদে তৎক্ষণাৎ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা কেফায়েতুল্লাহর নেতৃত্বে মিছিলে নেতৃবৃন্দ যোগ দেন। এরই মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা মেডিকেলে যান ওসমান হাদির খোঁজ-খবর নিতে। দলে আছেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ কাশফি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নুর। আরএইচ/ |