‘ইসলামি রাজনীতিতে মাওলানা হেলাল উদ্দীনের অবদান স্মরণীয় হয়ে থাকবে’
প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৭ বিকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির, ফরিদপুরের বর্ষীয়ান আলেমে-দ্বীন, শাইখুল হাদিস মাওলানা হেলাল উদ্দীন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানান অসুস্থতায় ভুগছিলেন। ইন্তেকালের সময় তারঁ বয়স ছিল আনুমানিক ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

আজ রাতে ইশার নামাজের পর ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে তারঁ নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর ইন্তেকালের সংবাদে বাংলাদেশ খেলাফত মজলিসসহ দেশের আলেম সমাজ গভীর শোকাহত।

এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন—মাওলানা হেলাল উদ্দীন (রহ.) ছিলেন ইলম-আমল, নৈতিকতা ও বিনয়ের উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের ইসলামি শিক্ষা বিস্তার, দাওয়াত, তাশকিল এবং ইসলামী রাজনীতির অঙ্গনে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় হয়ে থাকবে। তিনি যে সততা, নিষ্ঠা ও সাদামাটা জীবনের অনন্য উদাহরণ রেখে গেছেন—তা আমাদের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

নেতৃদ্বয় আরও বলেন— মরহুমের ইন্তেকালে আমরা একজন প্রকৃত আলেমে-দ্বীন, অভিজ্ঞ মুরব্বি ও আদর্শবান শিক্ষকের শূন্যতা অনুভব করছি, যা সহজে পূরণ হবার নয়। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি— আল্লাহ তাআলা মরহুমের মানবীয় সব ভুল-ভ্রান্তি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদৌসের সুউচ্চ মাকাম দান করুন, শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র-শিক্ষক, ভক্ত-অনুরাগীদের প্রতি সবরে জামিল দান করুন, আমিন।

আরএইচ/