বাংলাদেশে দাওয়াতি সফরে এসে পাকিস্তানের তাবলিগের মুরব্বির ইন্তেকাল
প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৮:২০ সকাল
নিউজ ডেস্ক

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা এলাকার পুরাতন জামে মসজিদে তাবলিগ জামাতের সাথী পাকিস্তানি নাগরিক আব্দুল মান্নান (৫৩) শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তিনি পাকিস্তান তাবলিগের মুরব্বি বলে জানা গেছে। 

বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মসজিদে বয়ানের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাবলিগ জামাতের সাথী ও স্থানীয়রা জানান, আব্দুল মান্নান পাকিস্তানের পেশোয়ারের বাসিন্দা এবং পেশায় একজন ড্রাইভার ছিলেন। তিনি এক বছরের জন্য বাংলাদেশে

তাবলিগের কাজে এসেছিলেন। তাবলিগ জামাতের কার্যক্রমে অংশ নিতে তিনি গত ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বাংলাবান্ধা পুরাতন জামে মসজিদে অবস্থান করছিলেন।

তারা আরও জানান, বুধবার রাতে খাবার শেষে তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। পরে সঙ্গীরা তাকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়ার তাবলিগের সাথী আব্দুল লতিফ বলেন, রাতে শ্বাসকষ্ট অনুভবের পর তিনি মারা গেছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে পাকিস্তানে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এনএইচ/