চব্বিশের বিপ্লবের ফসল ঘরে তুলবই: ইবনে শাইখুল হাদিস
প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৩ সকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক বলেছেন, চব্বিশের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার দামাল সন্তানেরা পয়গাম পৌঁছে দিয়েছিল এই বাংলাদেশ এবার নতুন রূপে গড়ে উঠবে। চব্বিশের বিপ্লবের চেতনা হলো- আমরা বারবার বিজয় অর্জন করেছি, বিজয়ের ফসল ঘরে তুলতে পারিনি। কিন্তু এবার চব্বিশের বিপ্লবের ফসল ঘরে তুলে আমাদের বিপ্লব শেষ হবে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ খেলাফত মজলিশের শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে গাজীপুর-৩ আসনের দলীয় প্রার্থী মাওলানা এহসানুল হকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, অতীতে বাংলাদেশে আয় বেড়েছে, ইনকাম বেড়েছে, উন্নয়ন হয়েছে, কিন্তু গরিবের হয় নাই। মিল কারখানার মালিকদের উন্নতি হয়েছে শ্রমিকদের উন্নতি হয় নাই। সরকারি দলের বড় বড় নেতাদের উন্নতি হয়েছে, জনগণের উন্নতি হয় নাই। ১৮ কোটি মানুষের মধ্যে ১৮ জন মানুষ মিলে ২৮ লাখ কোটি টাকা লোপাট করেছে, দুর্নীতি করেছে। এভাবেই সারা দেশের মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, অল্প কিছু মানুষ আঙ্গুল ফুলে কলাগাছ হয়। এই দুর্নীতি এই অপশাসন এই বৈষম্য এই জুলুম যদি উৎখাত করতে হয় একটাই ব্যবস্থা- আল কোরআনের অর্থব্যবস্থা কায়েম করতে চাই।

মাওলানা হেদায়েত রহমানীর সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ হাদীসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

এ সময় মামুনুল হক গাজীপুর-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা এহসানুল হকের হাতে নির্বাচনী প্রতীক রিকশা তুলে দিয়ে তাকে পরিচয় করিয়ে দেন এবং তার জন্য ভোট প্রার্থনা করেন।

এনএইচ/