তফসিল: বিটিভি ও বেতারে রেকর্ড হলো সিইসির ভাষণ
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৫ বিকাল
নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রচারে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয় বিটিভি ও বাংলাদেশ বেতারে তার ভাষণ রেকর্ড করা হয়।

আজ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান- বিকেল ৪টার সময় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এ বিষয়ে আগেই বিটিভি ও বাংলাদেশ বেতার’কে অবহিত করে চিঠি দেওয়া হয়েছিল।

এদিকে সিইসির রেকর্ডকৃত ভাষণ তথা তফসিল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সম্প্রচার করা হবে।

আরএইচ/