দুর্নীতি-সন্ত্রাস-ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল হবে: নাহিদ
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৬ দুপুর
নিউজ ডেস্ক

দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পেলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, আমরা কোনো আসন বিশেষ কারও জন্য ফাঁকা রাখিনি। আমরা যে কয়টা আসন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পেরেছি, আমাদের যে মনোনয়ন বোর্ড রয়েছে, তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন, সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি। এটাও একটা ভেরিফিকেশনের জন্য, যদি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, দুর্নীতি সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত বা জড়ানোর, তাহলে সেই প্রার্থিতা বাতিল হবে। আমাদের এই প্রক্রিয়া কিন্তু চলমান আছে এবং থাকবে।

এনসিপির শাপলাকলির প্রাথমিক মনোনয়নে যারা বিবেচিত হয়েছেন তাদের অভিনন্দন জানিয়ে দলের আহ্বায়ক বলেন, যারা প্রাথমিক তালিকায় আসতে পারেনি অথবা প্রত্যাশা ছিল আসতে পারে নাই তাদের প্রতি আহ্বান থাকবে যে, আমরা অবশ্যই আপনাদের বিষয়ে বিবেচনা করব।

তিনি বলেন, আমরা জনগণের প্রতি যে আহ্বান রেখেছিলাম, আমরা যে বার্তা দিয়েছিলাম, আমরা চাই সাধারণ মানুষ, রাজনীতি সচেতন মানুষ, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী মানুষ এবং যারা সর্বোপরি বাংলাদেশের পরিবর্তনকামী মানুষ, আমরা এবারে নমিনেশনে তাদের আহ্বান জানিয়েছিলাম।

নাহিদ ইসলাম বলেন, আমাদের দলের বাইরেও আমরা নমিনেশন দিতে চাই, এরকমটাই কিন্তু আমাদের প্রার্থী তালিকায় সে প্রতিফলন আপনারা দেখেছেন। আমাদের দলীয় সাংগঠনিক যারা কাজ করেছেন, এর বাইরে থেকেও আমরা যারা বিভিন্ন পেশার মানুষ রয়েছেন, শিক্ষক রয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন, আমাদের প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, তাদেরও আমরা মনোনয়ন দিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের এই মনোনয়ন তালিকাটা হবে অন্তর্ভুক্তিমূলক। সেখানে নারী, পুরুষ, সংখ্যালঘু সংখ্যাগুলো, বিভিন্ন শ্রেণি, পেশার সবকিছুর সমন্বয় আমরা করব। আমরা প্রাথমিক ১২৫ তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি। আমাদের ৩০০ তালিকাতেও আমরা সেই রেশিওগুলো মেনটেন করব।

এনসিপির এই আহ্বায়ক বলেন, ৩০০ আসনে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার আগ পর্যন্ত আমাদের দলে এখনও সুযোগ আছে। দলের যেসব আসনে এখনও মনোনয়ন দেওয়া হয়নি, অথবা যেসব আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু তার চেয়েও ভালো প্রার্থী পাওয়ার সম্ভাবনা আছে, সেসব ক্ষেত্রে বিবেচনা করা হবে।

তিনি বলেন, এ ছাড়া যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে তার মনোনয়ন বাতিল করা হতে পারে। যেসব আসনে এখনও মনোনয়ন দেওয়া হয়নি, সেখানে ভালো কোনো প্রার্থী পাওয়া গেলে তাকে মনোনয়ন দেওয়া হবে।

এর আগে, দলের সদস্য সচিব আখতার হোসেন ১২৫ জন দলীয় প্রার্থিতার নাম ঘোষণা করেন।

আরএইচ/