
|
বেলা ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে নাসির উদ্দিন কমিশনের সাক্ষাৎ
প্রকাশ:
১০ ডিসেম্বর, ২০২৫, ১০:২০ দুপুর
নিউজ ডেস্ক |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে আজ (বুধবার, ১০ ডিসেম্বর) দুপুর ১২টায় সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন চেয়ারম্যান এ এম এম নাসির উদ্দিন। বঙ্গভবনে অনুষ্ঠিত সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে, যেখানে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এবারের নির্বাচন হবে প্রথমবারের মতো আওয়ামী লীগ ছাড়া আয়োজিত। জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারছে না। নিবন্ধন স্থগিত থাকার কারণে নৌকা প্রতীক ব্যালট পেপারে নেই। ফলে দলটির নিজস্ব প্রতীকে ভোট দেওয়ার সুযোগও নেই। এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী ভোটাররা ভোট দিতে পারবেন। এছাড়া দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কয়েদিরা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। নির্বাচন কমিশন কোনো দলকে জোটবদ্ধ হলেও অন্য দলের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ রাখেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার অংশগ্রহণ করবেন। সারা দেশে মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন আশা করছে, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে। আরএইচ/ |