সন্তোষজনক আসন পেলে আট দলে যাওয়ার খবর ভিত্তিহীন: জমিয়ত
প্রকাশ: ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৬ বিকাল
নিউজ ডেস্ক

সন্তোষজনক আসন পেলে জামায়াতে ইসলামীসহ আট দলের মোর্চায় যাওয়াসংক্রান্ত যে খবর প্রকাশিত হয়েছে এর প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। দলটি বলছে, এই খবর ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করছে যে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আট দলীয় জোটে সন্তোষজনক আসন পেলে অংশগ্রহণ করবে।এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর।

বিবৃতিতে তিনি আরো বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি আদর্শিক, ইসলামপন্থী ও নীতিনিষ্ঠ রাজনৈতিক দল। নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে কোন জোটে যোগ দেওয়ার কোনো ইতিহাস আমাদের নেই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, ইসলাম ও জাতির স্বার্থ বিরোধী কোন অপচেষ্টার সাথে আমরা কখনো আপস করিনি, করবও না।

তিনি বলেন, আমাদের অবস্থান পরিষ্কার। সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত কেবলমাত্র দলের নীতিনির্ধারণী ফোরাম মজলিসের খাসের পরামর্শ ও চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।

 সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা মূলত জমিয়তের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও স্পষ্ট আদর্শিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে এই গর্হিত কাজ করছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা জানান তিনি।

আরএইচ/