
|
নির্বাচনে কতটা প্রভাব ফেলবে জুলাই গণঅভ্যুত্থান, জরিপ যা বলছে
প্রকাশ:
০৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:২২ দুপুর
নিউজ ডেস্ক |
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এ ঘটনার ধারাবাহিকতায় গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে আসন্ন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন ঘিরে এখন মানুষের মধ্যে একটি বড় প্রশ্ন হচ্ছে—জুলাইয়ের গণঅভ্যুত্থান ভোটে কতটা প্রভাব ফেলবে? প্রথম আলোর উদ্যোগে পরিচালিত এক সাম্প্রতিক জরিপ সে প্রশ্নেরই উত্তর দিয়েছে। জরিপ অনুযায়ী, ২৩ শতাংশ উত্তরদাতা মনে করেন জুলাই গণঅভ্যুত্থান নির্বাচনে উল্লেখযোগ্য বা ব্যাপক প্রভাব ফেলবে। দেশের ৫টি শহর এবং ৫টি গ্রাম বা আধা-শহরাঞ্চলে প্রাপ্তবয়স্ক ১,৩৪২ জন (পুরুষ ৬৭৪, নারী ৬৬৮) মানুষের মতামত নেওয়া হয়েছে। বিভিন্ন পেশা, আয়শ্রেণি ও সামাজিক শ্রেণির মানুষ এতে অংশ নেন। তথ্য সংগ্রহ করা হয় ২১ থেকে ২৮ অক্টোবর। জরিপকারীদের ভাষায় এটি একটি মতামত জরিপ, যা দেশের সামগ্রিক জনমতের প্রতিফলন ঘটালেও কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নির্ভরযোগ্যতার মাত্রা ৯৯ শতাংশ। জরিপে উঠে এসেছে- ৩০ শতাংশ মানুষ মনে করেন জুলাই গণঅভ্যুত্থান ভোটে সামান্য প্রভাব ফেলবে। ৮ শতাংশের মতে এর কোনো প্রভাবই থাকবে না। ১৮.৬ শতাংশ বলেছেন উল্লেখযোগ্য প্রভাব পড়বে, আর ৪.৭ শতাংশ মানুষ বলেছেন ব্যাপক প্রভাব পড়বে। অর্থাৎ মোট ২৩.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, এই নির্বাচন জুলাই অভ্যুত্থানের প্রভাব পড়বে। তবে ৩৮.৬ শতাংশ নিশ্চিত নন জুলাইয়ের ঘটনাবলির প্রভাব সম্পর্কে। এ গবেষণায় নারী-পুরুষের মধ্যে মতপার্থক্য বিশেষ ছিল না। তবে সবচেয়ে তরুণ ভোটারদের মধ্যে প্রভাব সম্পর্কে সচেতনতা এবং আগ্রহ বেশি দেখা গেছে। ১৮-২৪ বছর বয়সী ভোটারদের ২৫.৫ শতাংশ মনে করেন উল্লেখযোগ্য প্রভাব থাকবে এবং ৪.৭ শতাংশ মনে করেন থাকবে ব্যাপক প্রভাব পড়বে। অর্থাৎ, তরুণ ভোটারদের মোট ৩০.২ শতাংশ মনে করেন জুলাই গণঅভ্যুত্থান নির্বাচনে দৃশ্যমান প্রভাব ফেলবে। আরএইচ/ |