মাওলানা আবুল কালামের শয্যাপাশে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দ
প্রকাশ: ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৭ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা–৮ আসনের রিকশা মার্কার প্রার্থী মাওলানা মোহাম্মাদ ফয়সাল আহমদের বাবা, দেশের বয়োবৃদ্ধ বরেণ্য আলেম ও জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়া, মুহাম্মদপুর-এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আবুল কালামের চিকিৎসাধীন অবস্থার খোঁজ নিতে সোমবার (৮ ডিসেম্বর) হাসপাতালে যান দলের শীর্ষ নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র নায়েব আমির মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ এবং যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী। তাঁরা তাঁর সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।

আরএইচ/