সৌদি আরবে ভারী বৃষ্টি, হঠাৎ সড়ক ধসে তৈরি হলো বিরাট গর্ত
প্রকাশ: ০৯ ডিসেম্বর, ২০২৫, ১০:১৭ দুপুর
নিউজ ডেস্ক

সৌদি আরবের তাবুক প্রদেশে ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনা ঘটেছে, যা ওই অঞ্চলের সড়ক অবরুদ্ধ করে দেয়। যদিও এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি, তবু জরুরি সেবাদানকারী সংস্থা ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছেন।

সৌদি জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, প্রচণ্ড বৃষ্টির কারণে মাটি আলগা হয়ে যাওয়ায় ভূমিধসের সৃষ্টি হয়েছে। বর্তমানে নতুন কোনও ভূমিধসের ঝুঁকি নেই। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটিরিওলজি (এনসিএম) সোমবার থেকে বুধবার পর্যন্ত মক্কা অঞ্চলের জেদ্দা, আল কামিল, আদহাম, রাবিঘ, খুলাইস ও বাহরাহসহ কয়েকটি গভর্নরেটে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্কতা জারি করেছে। বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধুলিঝড়ের ঝুঁকি রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

গত শনিবার তাবুকের হাকল গভর্নরেটে বজ্রঝড় ও ভারী বৃষ্টি আঘাত হানে। এতে আল দুররা সীমান্তচৌকি, ওয়াদি মাবরাক, আল যায়তাহ, রাস আল যায়তাহ, আল খার্জ, আল ওয়াদি আল আব্যাদ, আল মুজাইফিল ও শরিফ মু’তিয়াহসহ বেশ কয়েকটি শহর ও গ্রামে সমস্যা সৃষ্টি হয়েছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর সতর্ক করেছে, জনসাধারণকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে এবং বৈরী আবহাওয়ার সময় সাবধান থাকতে হবে।

এনএইচ/