
|
ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় : মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম
প্রকাশ:
০৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৭ রাত
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।এই দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অপরাধ, কালোবাজারি, কালোটাকার বিষ ঢুকে গেছে। এসব অপরাধ দূর করতে ইসলামী অনুশাসনের বিকল্প নাই। আজ ৮ডিসেম্বর'২৫ এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ইমতিয়াজ আলম আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা) প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্র এবং খোলাফায়ে রাশেদার শাসনব্যবস্থার আমাদের সামনে মডেল।ইসলাম পূর্ব যুগে যারা নিকৃষ্ট অপরাধের সাথে জড়িত ছিল তারা ইসলাম গ্রহণের পর আল্লাহর ভয় মনের মধ্যে সৃষ্টি হয়েছে। যার ফলে সকল অপরাধ থেকে দূরে গিয়ে সোনার মানুষপ পরিণত হয়েছিলেন।এভাবেই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হলে মানুষের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে। দুনিয়াবি ভয় মানুষকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব নয়।লোকচক্ষুর আড়ালে মানুষ অপরাধ করেই যাচ্ছে। মনের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি না হলে অপরাধ চলতেই থাকবে। তিনি আরও বলেন, বাংলাদেশে দুর্নীতি বন্ধে প্রতিষ্ঠা করা হয়েছিল 'দুর্নীতি দমন কমিশন'।প্রায় দীর্ঘ দুই যুগেও এদেশ থেকে দুর্নীতি নির্মূল করতে পারেনি।বরং যারা দুর্নীতি দমন করতে এই কমিশনে যুক্ত হয়েছে তারাই ক্ষেত্রবিশেষে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।এটাই প্রমাণ করে যে, মানুষের দেয়া আইনকানুনের মাধ্যমে সমাজ,রাষ্ট্র থেকে দুর্নীতিসহ কোন অপরাধই নির্মূল করা সম্ভব নয়। তাই, ইসলামী অনুশাসন প্রতিষ্ঠাই হোক আমাদের প্রধান চাহিদা। ইমতিয়াজ আলম আরও বলেন, যারা দুর্নীতির মাধ্যমে মানুষের হক নষ্ট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তারাই মূলত ইসলামী অনুশাসনকে ভয় পায়।আগামী নির্বাচনে জনগণ এদেরকে ব্যালটের মাধ্যমে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আরএইচ/ |