নতুন বাংলাদেশ নির্মাণে আলেমদের অগ্রণী ভূমিকায় থাকতে হবে: পীর সাহেব চরমোনাই
প্রকাশ: ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশ দীর্ঘদিন ভারতীয় সাংস্কৃতিক ও রাজনৈতিক আগ্রাসনের শিকার হয়েছে। দীর্ঘ পনেরটি বছর জাতির বুকের ওপরে জগদ্দল পাথরের মতো চেপে বসে দেশটাকে লুটেপুটে খেয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের চিন্তা-বিশ্বাসের ওপরে একেরপর এক আঘাত এসেছে। পাঠ্যসুচিতে নানাভাবে ধর্ম বিদ্বেষ আনা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আল্লাহর রহমতে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হয়েছে। সময় হয়েছে নতুন বাংলাদেশ নির্মাণের। সেই নতুন বাংলাদেশ নির্মাণে উলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনগণকে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করতে হবে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ত্রৈমাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব মন্তব্য করেন।

সভার শুরুতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নব নিযুক্ত সভাপতি বরেণ্য আলেমে দ্বীন মুফতি মিজানুর রহমান সাঈদকে বরণ করে নেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ। পরিষদের সদ্যপ্রয়াত সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজির মৃত্যুতে শোক প্রকাশ করে দোয়া করা হয়।

সভায় পীর সাহেব চরমোনাই বলেন, জাতীয় রাজনীতিতে নানা জোট-মহাজোট হচ্ছে। রাজনৈতিক এসব কর্মকাণ্ডকে আমরা স্বাগত জানাই। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের কোনভাবেই রাজনীতি করতে দেয়া যাবে না। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বিচারের আগে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। কারণ কোন ইনক্লুসিভনেসের নামে খুনি ও টাকা পাচারকারীদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না।

সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদি, যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ পরিষদের নেতৃবৃন্দ।

এলএইস/