দিনাজপুর–২ আসনে রিকশা প্রতীকের পক্ষে প্রচার মিছিল
প্রকাশ: ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪০ বিকাল
নিউজ ডেস্ক

দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে রিকশা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, দিনাজপুর চেম্বার অব কমার্সের সদস্য জননেতা হাফেজ মাওলানা জোবায়ের সাঈদের পক্ষে সোমবার (৮ ডিসেম্বর) এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় খোশালডাঙাহাট থেকে শুরু হওয়া এই প্রচার মিছিল দোগাছি, বিস্তর বিরল, নাড়া বাড়ি, ছাতৈল, মেহেরপুর ও সেতাবগঞ্জ (বোচাগঞ্জ) হয়ে বিকাল ৫টায় পুনরায় খোশালডাঙা হাটে এসে শেষ হয়। প্রায় তিন শতাধিক মোটরসাইকেল এবং কয়েকটি প্রাইভেটকার ও পিকআপের অংশগ্রহণে মিছিলটি পুরো পথজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

মিছিল শেষে খোশালডাঙা হাটে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা সভাপতি ও দিনাজপুর–৩ (দিনাজপুর সদর) আসনের রিকশা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা রেজাউল করিম।

এসময় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম–ওলামা, তরুণ ভোটার ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা রিকশা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরএইচ/