
|
আগামী রমজানে শায়খুল কুরআন রহ. স্কলারশিপ পাবেন ১০০ তরুণ
প্রকাশ:
০৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ বিকাল
নিউজ ডেস্ক |
আগামী রমজানে তরুণ আলেম-হাফেজদের জন্য শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. স্কলারশিপ ঘোষণা করা হয়েছে। ১০ লাখ টাকা সমমূল্যের স্কলারশিপ পাবেন ১০০ তরুণ। মনোনীত ১০০ তরুণ ১০ হাজার টাকা সমমূল্যের নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সটি বিনামূল্যে করতে পারবেন। আবেদনের যোগ্যতা: কুরআন তেলাওয়াত বিশুদ্ধ এমন যে কেউ আবেদন করতে পারবেন। তবে দাওরায়ে হাদিস বা কামিল উত্তীর্ণকে অগ্রাধিকার দেওয়া হবে। হাফেজে কুরআনের ক্ষেত্রে শর্ত শিথিল যোগ্য। কোর্সের ধরন: সম্পূর্ণ আবাসিক মেয়াদ: ৪০ দিন ক্যাটাগরি: শুধু পুরুষ কোর্স ফি: কোর্সটি সম্পূর্ণ ফ্রি। আবেদনের জন্যও কোনো ফি দিতে হবে না। আবেদনের শেষ সময়: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বাছাই প্রক্রিয়া: ১২-১৫ ফেব্রুয়ারি ২০২৬ বাছাইয়ে উত্তীর্ণরাই কেবল ১০০% স্কলারশিপ কোর্সে অংশ নিতে পারবেন। বাছাইয়ের পর সাক্ষাৎ পর্বে স্কলারশিপ চূড়ান্ত হবে। স্থান: ১. নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় কার্যলয়, মোহাম্মদপুর, ঢাকা (৫০ জন) ২. বেলায়েতনগর, শাহরাস্তি, চাঁদপুর (৫০ জন) কোর্স শুরু: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ আবেদন প্রক্রিয়া: গুগল ফরম পূরণ করে অথবা সরাসরি এসে ফরম পূরণ করে আবেদন করা যাবে। আবেদন ফরম: যোগাযোগ: +8801733715678 আয়োজনে: নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন.টি.কিউ.বি)। আয়োজন সহযোগিতায়: আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আরএইচ/ |