সুদানে কিন্ডারগার্টেনে ড্রোন হামলায় নিহত ৫০ 
প্রকাশ: ০৭ ডিসেম্বর, ২০২৫, ১০:২৫ দুপুর
নিউজ ডেস্ক

সুদানের দক্ষিণ কর্দোফান প্রদেশে একটি কিন্ডারগার্টেনে আধা-সামরিক বাহিনী আরএসএফের ড্রোন হামলায় ৫০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৩৩ জনই শিশু। 

শনিবার সুদান ডক্টরস নেটওয়ার্ক এ তথ্য জানিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, গত বৃহস্পতিবার কর্দোফানের কালোগির এ ঘটনা ঘটে। 

এক বিবৃতিতে গ্রুপটি জানায়, এ হামলায় নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। ওই এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। 

এই ভয়াবহ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। সংস্থাটির সুদান প্রতিনিধি শেলডন ইয়েট্ট বলেন, স্কুলে এমন হত্যাকাণ্ড শিশু অধিকার লঙ্ঘনের চরম ঘটনা। অবিলম্বে হামলা বন্ধ করে মানবিক সহায়তা পৌঁছানোর নিরাপদ ও অবাধ প্রবেশ নিশ্চিতের আহ্বান তার।

এছাড়া কালোগি শহরে আহতদের চিকিৎসা দিতে যাওয়া প্যারামেডিকদের ওপরও আরএসএফ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

এনএইচ/