
|
গাজায় পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিতে ইসরায়েলি সেনা প্রত্যাহার জরুরি: কাতারের প্রধানমন্ত্রী
প্রকাশ:
০৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৪ রাত
নিউজ ডেস্ক |
গাজা উপত্যকায় প্রায় দুই মাস ধরে চলমান যুদ্ধবিরতি তখনই সম্পূর্ণ হবে, যখন দখলদার ইসরায়েলি সেনারা পুরোপুরি ওই এলাকা থেকে সরে যাবে—এমন মন্তব্য করেছেন মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। আজ শনিবার দোহা ফোরামে তিনি এসব কথা বলেন। খবর আল আরাবিয়ার। কাতারের প্রধানমন্ত্রী বলেন, “এখন আমরা এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি... ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং গাজায় স্থিতিশীলতা ফিরে না এলে যুদ্ধবিরতি সম্পন্ন হবে না।” কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের সহযোগিতায় অর্জিত এ যুদ্ধবিরতি ১০ অক্টোবর কার্যকর হয়। এতে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় দুই বছরের লড়াই কার্যত থেমে গেছে। তবে চুক্তির দ্বিতীয় ধাপ এখনো শুরু হয়নি। এই ধাপে ইসরায়েলকে তাদের অবস্থান থেকে সরে যেতে হবে, গাজায় একটি অন্তবর্তী প্রশাসন দায়িত্ব নেবে এবং সেখানে মোতায়েন করা হবে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী—আইএসএফ। এলএইস/ |