
|
ইরান নয়, নিরাপত্তার জন্য ইসরায়েলই বড় হুমকি : সৌদির সাবেক গোয়েন্দাপ্রধান
প্রকাশ:
০৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
ইরানের চেয়ে ইসরায়েলই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল। গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মিলকেন ইনস্টিটিউটের মিডল ইস্ট ও আফ্রিকা সামিটে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। প্রিন্স তুর্কি আল ফয়সালের কাছে জানতে চাওয়া হয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কে সবচেয়ে বড় হুমকি? জবাবে তিনি বলেন, এই মুহূর্তের জন্য অবশ্যই ইসরায়েল। তিনি বলেন, লেবাননে হিজবুল্লাহর ক্ষমতা কমে যাওয়া এবং সিরিয়ায় শাসন পরিবর্তনের ঘটনা ইরানের বৃহত্তর মধ্যপ্রাচ্য প্রভাব খর্ব করেছে। উল্লেখ্য, সরকারি পদ থেকে অবসর নিলেও প্রিন্স তুর্কি সৌদি বাদশাহ’র পরিবারে প্রভাবশালী সদস্য হওয়ায় রিয়াদে তার প্রভাব রয়েছে। ইসরায়েল নিয়ে তার এই মন্তব্য ইঙ্গিত দেয় যে- রিয়াদ এখনও তেল আবিবেরর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে নেই। সূত্র : টাইমস অব ইসরায়েল এলএইস/ |