
|
ভারতের কর্ণাটকে হিজাব পরায় হেনস্থার শিকার মুসলিম ছাত্রীরা
প্রকাশ:
০৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৮ দুপুর
নিউজ ডেস্ক |
ভারতের কর্ণাটক রাজ্যে আবারও হিজাব পরার কারণে হেনস্থার শিকার হচ্ছেন মুসলিম ছাত্রীরা। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কর্ণাটক রাজ্যের হাভেরি জেলার আক্কিয়ালুরের সিজি বেলাদ সরকারি কলেজে কিছু মুসলিম ছাত্রী হিজাব পরে ক্যাম্পাসে আসার প্রতিবাদে হিন্দু ছাত্রীরা গেরুয়া রঙের (হিন্দুত্বের প্রতিক) শাল পরে কলেজে বিক্ষোভ করে। গত এক মাস ধরে, হিন্দুরা ছাত্রীরা অধ্যক্ষের কাছে ক্যাম্পাসে হিজাব নিষিদ্ধ করার এবং নির্ধারিত পোশাক বিধি মেনে চলা নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়ে আসছিল। অধ্যক্ষ যখন তা কার্যকর করতে ব্যর্থ হন বলে অভিযোগ করা হয়, তখন ৫০ জনেরও বেশি ছাত্রী গেরুয়া শাল পরে ক্লাসে যোগ দেয়। হিজাব-গেরুয়া শাল দ্বন্দ্বের মধ্যে, কলেজ এখন মোবাইল ফোন নিষিদ্ধ করেছে। ছাত্রীরা জানিয়েছে যে, গেরুয়া শাল পরা ছাত্রীদের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হওয়া এবং কলেজের সুনাম নষ্ট করা রোধ করার জন্য ক্যাম্পাসে মোবাইল চেকিং করায় তারা ক্ষুব্ধ। ‘হিজাব পরা শিক্ষার্থীরা ক্যাম্পাসে ইউনিফর্ম পরে আসে। তবে, বুধবার, দুজন ছাত্রী হিজাব পরে ক্লাসে যোগ দেয়, যার ফলে বৃহস্পতিবার অন্যান্য শিক্ষার্থীরা গেরুয়া শাল পরে আসে। কোনো সমস্যা নেই। সমস্ত কর্মীদের সাথে বৈঠক করা হচ্ছে এবং শিক্ষার্থীদের সাথে আলোচনার পরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে,’ বলেছেন অধ্যক্ষ বীরেশ কুম্মুর। সূত্র: টিওআই। এনএইচ/ |