ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর ‘মিট দ্যা প্রেস’
প্রকাশ: ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৯ বিকাল
নিউজ ডেস্ক

ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ফজলে বারী মাসউদের ‘রাজনীতি, নির্বাচন ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বাড্ডার একটি চাইনিজ রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে এই ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, ঢাকা-১১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতি ফরিদুল ইসলাম, মুফতী মো. মাছউদুর রহমান, মুফতী নিজাম উদ্দীন, মুফতী আরমান হোসাইন, মুফতী শাব্বির আহমদ, আলহাজ্ব ইসমাঈল, ইদ্রিস আকন প্রমূখ নেতৃবৃন্দ।

এলএইস/