
|
জামেয়া শামীমাবাদের আস সুন্নাহ ছাত্র সংসদের বার্ষিক প্রতিযোগিতা
প্রকাশ:
০৫ ডিসেম্বর, ২০২৫, ০৪:১১ দুপুর
নিউজ ডেস্ক |
সিলেট নগরীর জামেয়া শামীমাবাদের একক ছাত্র কাফেলা আস সুন্নাহ ছাত্র সংসদের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান'২০২৫ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যপ্ত দিনব্যাপী বিষয়ভিত্তিক নানা আয়োজনের মধ্য দিয়ে জমকালোভাবে অনুষ্ঠানটি সমাপ্ত হয়েছে। জামেয়ার মুদাররিস ও আস সুন্নাহ সহ-সভাপতি মুফতী আবু সুফিয়ান নাছিমের সঞ্চালনায় এতে সকল পর্বে সভাপতিত্ব করেন জামেয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম ও আস সুন্নাহর প্রধান পৃষ্ঠপোষক হাফিয মাওলানা সৈয়দ শামীম আহমদ। দিনব্যাপী এই আয়োজনে কেরাত, হামদ-নাত, হিফযুল কুরআন, হিফযুল হাদীস, উর্দূ, আরবী, ইংরেজী ও বাংলা—মোট ৮টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ জামেয়ার সকল বিভাগের ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী প্রতিযোগিতামূলক আয়োজনটি শুরু থেকেই ছিল উৎসবমুখর। চার ভাষায় মনোমুগ্ধকর বক্তৃতা, কালামুল্লাহর সুরমাধুরী, হামদ-নাতে উৎফুল্লতা, আর হিফযুল হাদীসে ছাত্রদের প্রখর মেধাশক্তি ও অসাধারণ যোগ্যতার প্রদর্শনী— উপস্থিত দর্শক শ্রোতা, বিচারক ও অতিথিদের মন জয় করতে সক্ষম হয়। অনুভূতি বক্তব্যে অতিথিগণ মাদরাসা ছাত্রদের এই অনন্য যোগ্যতার ভূয়সী প্রশংসা করেন। মাদারিসে কওমিয়ায় এই রকম নান্দনিক অনুষ্ঠানের প্রতি জামেয়ার আসাতিযা ও তালাবাদের স্বতঃস্ফূর্ত আগ্রহ-উদ্দীপনা উপস্থিত অতিথিদের নজর কাড়ে। যা অন্য যেকোনো মাদরাসা বা ছাত্র সংগঠনকে এই রকম আয়োজনের প্রতি উদ্বুদ্ধ করে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক ও গবেষক, চিন্তক আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়ার মুঈনে মুহতামিম ও সাবেক নাযেমে তালীমাত মুফতী মাশহুদুর রহমান। রাত ১১টায় মোট আটটি পর্বে বিজয়ী ২৭ জন প্রতিযোগী ও অংশগ্রহণকারী ৭০জনকে পুরস্কার বিতরণ, আস সুন্নাহর প্রধান পৃষ্ঠপোষক, উপদেষ্টামণ্ডলীদের সম্মাননা প্রদান করা হয়। জামেয়ার সম্মানিত মুহতামিম ও অনুষ্ঠানের সভাপতি হাফিয মাওলানা সৈয়দ শামীম আহমদের সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এলএইস/ |